না-না-না, মানি না হৃদয় কারো জন্য কারো কাঁদে এ মিথ্যে বঞ্চনা আর মানি না।
হৃদয় পাষাণ গিরি, প্রকাণ্ড পাথর স্বার্থ ছাড়া জানে সে কাঁদতে মায়া মমতা আদর দিয়ে আপন করে বাঁধতে মানি না, এ মিথ্যে ভরপুর বাক্য।
স্বার্থের পরিব্যাপ্তি যেখানে গভীর প্রান্তহীন লাভের অধিক সম্ভাবনা হৃদয় কাঁদে সেখানে ঝড়ায় সেথায় নেত্রবারি।
রিক্তের জন্য জানে না কেউ কাঁদতে জানে না কেউ একটু আদর দিয়ে আপন করে কাছে টানতে। তবে কেন, হৃদয় নামের মিথ্যে বস্তুর সারাক্ষণ গান গাও?
হাঁ, বটে হৃদয় সেখানে আছে যেখানে রয়েছে প্রীতির নামে স্বার্থ স্বার্থ উদ্ধারের সুগম পথ হৃদয় সেখানে আপন পরিচয় জানাই নেড়ে নথ। তবে বল, এটাই কি তার আসল পরিচয়?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ফাতেমা প্রমি
সূর্যদা'র সাথে একমত..ভালই লিখেছেন-স্পেসিফিক করলে আরো ভালো হত.
আর যে কোনো লেখতে এত কম কমেন্ট দেখলে আমার অনেক খারাপ লাগে.খুবই খারাপ লাগে(লেখকের answer থকলে double হত,সেটাও নেহায়েৎ কম সংখ্যাগতভাবে.)
শাহ্নাজ আক্তার
ভাই মনির এক বুক কষ্ট নিয়ে , অভিমান করে আছ কার সাথে ? আর তারই প্রেক্ষিতে চমত্কার একটি কবিতা বানিয়ে ফেলেছ , ঠিক আছে আর অভিমান কোরনা আমি তোমাকে অসাদারন ভোট করছি I
সূর্য
হৃদয় যদি হৎপিন্ডের সমার্থক হয় তাহলে হৃদয়তো সবসময়ই কাঁদছে অন্তত যে দেহভ্যন্তরে তার বাস তার জন্য। তার কান্না যদি বন্ধ হয়ে যায় রক্তপ্রবাহের গতিরোধে দেহের মৃত্যু হবে যে। আর স্বার্থ ছাড়া জাগতিক বা যেকোন সম্পর্কই কল্পনাতীত, যেখানে সৃষ্টিকর্তাকেই সৃষ্টির সেজদা করার নিয়ম.................................... নিয়ম না মানলে তার জন্য জাহান্নাম রয়েছে। আমার মানুষরা সে তুলনায় তুচ্ছ অনেক তুচ্ছ। ছোট আঘাতেই তাই আমরা বিদ্রোহী হই। ----------- কবিতাটি আরো স্পেসিফিক হওয়ার দরকার ছিল, এমনিতে ভাল
মিজানুর রহমান রানা
যদিও ‘না’ দিয়েই শুরু হয়েছে কবিতাটি কিন্তু পড়ে দেখলাম ‘না’ নয়। পজেটিভ। -------------------``প্রান্তহীন লাভের অধিক সম্ভাবনা
হৃদয় কাঁদে সেখানে
ঝড়ায় সেথায় নেত্রবারি।'''
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।